Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০২১

ম্যারেজ এন্ড্রমেন্ট পলিসি প্ল্যান-০৭

  • ৫ থেকে ২০ বছর মেয়াদী
  • মেয়াদ শেষে বোনাসসহ পুরো টাকা
  • মেয়াদপূর্তির আগে অকাল মৃত্যুতে সকল প্রিমিয়াম মওকুফ এবং মূল বীমাকৃত টাকা মেয়াদান্তে পূর্ণ বোনাসসহ পাওয়া যায়।

এই বীমা পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে, অভিভাবকগণকে তাঁদের সন্তানদের বিবাহকালীন ব্যয় নির্বাহের আর্থিক দুচ্শিন্তা থেকে মুক্ত রাখা। এছাড়াও সন্তানদের উচ্চ শিক্ষা বা অন্য নানাবিধ ভবিষ্যৎ বিশেষ প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে উপযুক্ত মেয়াদের এ বীমা পলিসি ক্রয়  করলে বীমাগ্রাহকগণ ঐ সমস্ত প্রয়োজনের সম্ভাব্য ব্যয় এ বীমার মাধ্যমে মেটাতে সক্ষম হবেন। পুরুষ এবং মহিলা যাদের বয়স ২০ বছরের কম নয় বা ৫০ বছরের বেশি নয, এ ধরণের গ্রাহক এ পলিসি ক্রয় করতে পারবেন। সর্বনিম্ন ৫ (পাঁচ) বছর এবং সর্বোচ্চ ২০ (বিশ) বছর মেয়াদের জন্য এ পলিসি গ্রহণ করা যায়।

এ পরিকল্পনায় বীমাকৃত অর্থ অর্জিত বোনাসসহ কেবল বীমার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরই পাওয়া যায়। যদি মেয়াদ পূর্তির পূর্বে বীমাগ্রহকের মৃত্যু হয়, তাহলে মৃত্যুর দিন থেকে মেয়াদ পূর্তির দিন পর্যন্ত দেয় সকল প্রিমিয়াম মওকুফ হয়ে যায় এবং মেয়াদান্তে পূর্ণ মেয়াদের অর্জিত বোনাসসহ বীমাকৃত অর্থ প্রদান করা হয়। এ বীমায় সমর্পণ মূল্য ও ঋণ প্রদান করা হয়। এ বীমার সঙ্গে কোন অতিরিক্ত সুবিধার বীমা গ্রহণ করা যায় না। যে সন্তানের জন্য এ বীমাপত্র নেয়া হয়, বীমার মেয়াদকালে তার মৃত্যু হলে ১ম বছরের প্রিমিয়াম বাদে প্রদত্ত সকল প্রিমিয়াম অর্জিত বোনাসসহ ফেরত দেয়া হয়। অন্যথায়, গৃহীত বীমা অন্য কোন সন্তানের উপকারার্থে চালু রাখা যেতে পারে।

 

প্রতি হাজার টাকা বীমা অংকের জন্য প্রদেয় বার্ষিক প্রিমিয়ামের হার:

মেয়াদ

অভিভাবকের নিকটতম জন্মদিনে বয়স

২৫

৩০

৩৫

৪০

৪৫

৫০

০৫

২১০.৪০

২১০.৫০

২১০.৬০

২১১.১০

২১২.০০

২১৩.৭০

০৬

১৭৫.০৫

১৭৫.১৫

১৭৫.৩০

১৭৫.৮৫

১৭৬.৮৫

১৭৮.৬৫

০৭

১৪৯.৮০

১৪৯.৯০

১৫০.১০

১৫০.৬৫

১৫১.৭৫

১৫৩.৬০

০৮

১৩০.৯০

১৩১.০০

১৩১.২০

১৩১.৮০

১৩২.৯০

১৩৪.৯০

০৯

১১৬.১০

১১৬.২০

১১৬.৫০

১১৭.১০

১১৮.২৫

১২০.৩০

১০

১০৪.৩০

১০৪.৪০

১০৪.৭০

১০৫.৩০

১০৬.৬০

১০৮.৭০

১১

৯৪.৬০

৯৪.৮০

৯৫.০০

৯৫.৭০

৯৭.০০

৯৯.২০

১২

৮৬.৬০

৮৬.৭০

৮৭.০০

৮৭.৮০

৮৯.০০

৯১.২০

১৩

৭৯.৮০

৭৯.৯০

৮০.২০

৮০.৯০

৮২.৩০

৮৪.৬০

১৪

৭৩.৯০

৭৪.০০

৭৪.৪০

৭৫.২০

৭৬.৬০

৭৮.৯০

১৫

৬৮.৮০

৬৯.০০

৬৯.৩০

৭০.১০

৭১.৬০

 

১৬

৬৪.৩০

৬৪.৫০

৬৪.৯০

৬৪.৭০

৬৭.২০

 

১৭

৬০.৪০

৬০.৬০

৬১.০০

৬১.৯০

৬৩.৪০

 

১৮

৫৬.৯০

৫৭.১০

৫৭.৬০

৫৮.৪০

৬১.৯০

 

১৯

৫৩.৮০

৫৪.০০

৫৪.৫০

৫৫.৪০

৫৭.০০

 

২০

৫১.০০

৫১.২০

৫১.৭০

৫২.৬০