দারিদ্র বিমোচনে জীবন বীমা,টেবিল নং-৫৪ ।
স্বল আয়ের মানুষ-কৃষক,শ্রমিক,সমবায়ী,পশুপালক যে কোন পেশায় নিয়োজিত মানুষ যাতে স্বল্প সময়ে স্ব-নির্ভর হতে পারে সেই লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন প্রবর্তন করেছে ‘দারিদ্র বিমোচনে জীবন বীমা স্কিম’। এই পরিকল্পনার আওতায় ৩,৪,৫,৬ ও ৭ বছর মেয়াদের জন্য পলিসি গ্রহণ করা যায়। মেয়াদ শেসে প্রাপ্ত টাকা বিনিয়োগ করে স্বল্প আয়ের মানুষ একদিকে যেমন স্বনির্ভর নিরাপত্তা বিধান করতে পারবে যা অন্য কোন সঞ্চয়ের মাধ্যমে সম্ভব নয়। নূতন এই বীমা স্কিমের বৈশিষ্ট হলো।
এই বৈশিষ্ট্য হলোঃ