Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ নভেম্বর ২০১৬

মেয়াদী বীমা (লাভসহ) প্ল্যান-০৩

কোন নির্দিষ্ট সময় শেষে বা তার আগে মৃত্যু হলে বীমাকৃত টাকা দেয়। মেয়াদী বীমা আর্থিক সাহায্যের নিশ্চিত ও নিরাপদতম মাধ্যম হিসাবে জনপ্রিয়। অবসর গ্রহণকালে বা ছেলেমেয়েদের শিক্ষার জন্য বা ব্যবসায়ের মূলধন-এরূপ পরিবারের নানাবিধ, অর্থনৈতিক প্রয়োজন ইহা মিটাতে সক্ষম।

মেয়াদী বীমা ১০ বছর থেকে ৫০ বছর মেয়াদের হতে পারে। কিন্তু কোনক্রমেই বীমাগ্রাহকের মেয়াদপূর্তিকালীন বয়স ৭০ বছরের বেশী হবে না। ডাক্তারী পরীক্ষায় ‘উন্নতমান’ শ্রেণীভূক্তদের বেলায়

সর্বোচ্চ ৫৫ বছর এবং ‘অনুনড়বতমান’ শ্রেণীভূক্তদের বেলায় সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত এই বীমা গ্রহণ করা যায়। বীমাগ্রাহকের মেয়াদপূর্তিকালীন সর্বোচ্চ বয়স হবে ৭০ বছর; কিন্তু ‘অনুন্নতমান’ শ্রেণীভূক্তদের বেলায় হবে ৬৫ বছর।