Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ নভেম্বর ২০১৯

গ্রুপ ইনস্যুরেন্স

গোষ্ঠীবীমা:-

একটি মাত্র চুক্তির আওয়াতা স্বল্প প্রিমিয়ামে কোনো সংস্থা / প্রতিষ্ঠানের সকল সদস্যের জীবনের ঝুঁকি গ্রহণের এক অনন্য ব্যবস্থা হলো গোষ্ঠীবীমা । গোষ্ঠীবীমা ব্যক্তিবীমার ন্যায় সুবিধা প্রদান করে থাকে ।

 

গোষ্ঠীবীমা দুই ধরণের:-

০১। গোষ্ঠী সাময়িক বীমা

০২। গোষ্ঠী মেয়াদী বীমা

 

 গোষ্ঠী সাময়িক বীমা:-

এই বীমার আওতায় গোষ্ঠীবীমাভুক্ত কোন সদস্য চুক্তি মেয়াদের মধ্যে মৃত্যুবরণ করলে চুক্তির শর্ত মোতাবেক নির্ধারিত বীমাঅংক পরিশোধ করা হয় । এই বীমায় কোন মেয়াদোত্তর সুবিধা প্রদান করা হয় না ।

 

সুবিধাসমূহ:-

মেয়াদোত্তর সুবিধা:- এই বীমায় কোন মেয়াদোত্তর সুবিধা প্রদান করা হয় না ।

 

মূত্যু দাবী:- মৃত্যুতে চুক্তির শর্ত মোতাবেক নির্ধারিত বীমাঅংক পরিশোধ করা হয় ।

 

প্লান পেরামিটারস:

 

 

সর্বনিম্ন

সর্বোচ্চ

বীমায় অর্ন্তভূক্তির বয়স

১৮ বছর

৫৯বছর

গোষ্ঠীবীমার সদস্য সংখ্যা

৫০ জন

অসীম

চুক্তির মেয়াদ

০১ বছর

৩ বছর

 

প্রিমিয়াম দেয় পদ্ধতি

সবোর্চ্চ বয়স

বীমার ঋণ সুবিধা

বার্ষিক

৬০ বৎসর

নাই

 

বীমা অংকঃ প্রস্তাব মোতাবেক ।

 

প্রফিট কমিশনঃ ০৩ (তিন) বছরের চুক্তি মেয়াদ শেষে, যদি লাভ হয় লাভের একটি নিদিষ্ট অংশ চুক্তির শর্ত মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফেরত প্রদান করা হয় ।

 

সাপ্লিমেন্টারী সুবিধাঃ দুর্ঘনায় মৃত্যু ও অঙ্গহানী সুবিধা (পিডিএবি), দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে বীমা দাবী দ্বিগুণ পরিশোধ সুবিধা (ডিআইএবি) এবং হাসপাতাল স্বাস্থ্যবীমা সুবিধা ।

 

গোষ্ঠীমেয়াদী বীমা:

বীমাচুক্তি মেয়াদ শেষে অথবা মেয়াদের মধ্যে অকাল মৃত্যুতে নির্ধারিত বীমাঅংক পরিশোধ করা হয় ।

 

গোষ্ঠী মেয়াদী বীমা তিন ধরণের:-

(ক) গোষ্ঠী মেয়াদী বীমা লাভসহ এবং লাভবিহীন ।

(খ) গোষ্ঠী পরিবর্তনশীল মেয়াদী বীমাঃ

# বীমাঅংকের ২৫% মেয়াদোত্তর সুবিধা এবং মৃত্যুতে বীমা অংকের ১০০%  ।

# বীমাঅংকের ৫০% মেয়াদোত্তর সুবিধা এবং মৃত্যুতে বীমা অংকের ১০০%  ।

# বীমাঅংকের ১০০% মেয়াদোত্তর সুবিধা এবং মৃত্যুতে বীমা অংকের ১০০%  ।

 

 

(গ) গোষ্ঠী মেয়াদী বীমা প্রিমিয়াম ফেরতযোগ্য:-

মেয়াদ কাল

প্রিমিয়াম ফেরত

০৫ বৎসর

৫০%

১০ বৎসর

৭৫%

১৫ বৎসর

১০০%

 

সুবিধাসমূহ:-

 

মেয়াদোত্তর সুবিধা:

(ক) গোষ্ঠী মেয়াদীবীমা:- বীমাঅংক + বোনাস (প্রফিটসহ বীমার ক্ষেত্রে)।

(খ) পরিবর্তনশীল গোষ্ঠী মেয়াদী বীমা: চুক্তির মেয়াদ শেষে ।

# ২৫% বীমাঅংক + বোনাস (লাভসহ বীমার ক্ষেত্রে)

# ৫০% বীমাঅংক + বোনাস (লাভসহ বীমার ক্ষেত্রে)

# ১০০% বীমাঅংক + বোনাস (লাভসহ বীমার ক্ষেত্রে)

 

(গ) গোষ্ঠী মেয়াদী বীমা প্রিমিয়াম ফেরতযোগ্য: চুক্তির মেয়াদ শেষে ।

# ৫০% প্রদত্ত প্রিমিয়ামের ফেরত

# ৭৫% প্রদত্ত প্রিমিয়ামের ফেরত

# ১০০% প্রদত্ত প্রিমিয়ামের ফেরত

 

মৃত্যুদাবী সুবিধা:-

বীমাঅংক + বোনাস (লাভসহ বীমার ফেরত)

 

প্লান পেরামিটারস:

 

সর্বনিম্ন

সর্বোচ্চ

বীমার অর্ন্তভুক্তির বয়স

১৮ বৎসর

৫৯ বৎসর

গোষ্ঠীবীমার সদস্য সংখ্যা

১০বৎসর

অসীম

বীমার মেয়াদ

২ বৎসর

অসীম

 

প্রিমিয়াম দেয় পদ্ধতি

মেয়াদোত্তরের সর্ব্বোচ্চ বয়স

বীমার অন্যান্য সুবিধা

বার্ষিক

৬০ বৎসর

পরিশোধিত মূল্য

সর্মপণ মূল্য

ঋর্ণ সুবিধা