Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ নভেম্বর ২০১৯

জেবিসি মাসিক সঞ্চয়ী স্কীম (লাভসহ) টেবিল নং-৬১”

এই বীমা পরিকল্পনাটি স্বল্প আয়ের মানুষ-কৃষক, শ্রমিক, সমবায়ী, পশুপালক, কামার-কুমার,গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা সহ সকল শ্রেণীর বীমাগ্রাহক বিশেষ করে দেশের মহিলাদের-কে জীবন বীমার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য জীবন বীমা কর্পোরেশন ‘‘জেবিসি মাসিক সঞ্চয়ী স্কীম (লাভসহ) টেবিল নং-৬১” প্রবর্তন করেছে। এই স্কীম চালুর ফলে দেশের আপামর জনগণ মাসিক কিস্তেিত  স্বল্প প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বীমার সুবিধা গ্রহণ করতে পারবে অপরদিকে তাদের অকাল মৃত্যুতে তাদের পরিবার আর্থিক নিরাপত্তা পাবে। সাথে সাথে মেয়াদপূর্তীতে লাভসহ টাকা পেয়ে ভবিষ্যতে আর্থিক চাহিদা মিটাতে পারবে।

          এই বীমার বৈশিষ্ট্য নিম্নরূপঃ-

  • মেয়াদ সর্বনিম্ন ১২ বছর হতে সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত।  
  • মাসিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবে।
  • সর্বনিম্ন মাসিক জমা ১০০/= টাকা, সর্বোচ্চ মাসিক জমার পরিমাণ টাকা ১৫০০/= (এক  হাজার পাঁচশত টাকা)। সর্বোচ্চ এক বছরের (১২ মাসের টাকা) প্রিমিয়াম অগ্রিম প্রদান করতে পারবে।
  • সর্বনিম্ন প্রবেশকালীণ বয়স ১৮ বছর, সর্বোচ্চ প্রবেশকালীণ বয়স ৪৮ বছর। মেয়াদপূর্তীকালীণ বয়স  ৬০ বছরের বেশী হবে না। নতুন এই স্কীমের জন্য শুধু মাত্র একটি নির্ধারিত ফরম পূরণ করতে হবে। প্রস্তাবপত্রের সাথে
  • বয়সের  প্রমানক অবশ্যই দাখিল করতে হবে।
  • কোন ডাক্তারী পরীক্ষার রির্পোট এই বীমায় প্রদান করতে হবে না ।
  • মেয়াদ শেষে বীমাকৃত অর্থ (লাভসহ) প্রদান । বীমাগ্রাহকের অকাল মৃত্যু হলে বীমাকৃত অর্থ অর্জিত লাভসহ মনোনীতক-কে প্রদান করা হবে।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।
  • এই বীমায় ২ (দুই) বছর প্রিমিয়াম প্রদানের পর সমর্পণ ও ঋণ গ্রহণ করা যাবে।

 

মাসিক কিস্তি ও বীমা অংকের পরিমাণ নিম্নে দেওয়া হ’লঃ-

টেবিল নং-৬১

জেবিসি মাসিক সঞ্চয়ী স্কীম (লাভসহ)ঃ

 

মাসিক প্রিমিয়াম

মেয়াদ

বীমা অংক

১০০

১২

১৩৫০০

১০০

১৩

১৫০০০

১০০

১৪

১৬০০০

১০০

১৫

১৭৬০০

১০০

১৬

১৮৫০০