Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জুলাই ২০২৪

ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব)

মোঃ মুহিবুজ্জামান (অতিরিক্ত সচিব)

জনাব মোঃ মুহিবুজ্জামান, বিসিএস (প্রশাসন) ক্যাডার-এর একাদশ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৯৩ সনের ০১লা এপ্রিল সিভিল সার্ভিসে যোগদান করেন। সরকারী চাকুরী জীবনের শুরুতে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

 

পরবর্তীতে তিনি ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), চট্টগ্রাম জেলা প্রশাসনের এন.ডি.সি এবং ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট, ব্রাহ্মণবাড়ীয়া জেলায় এডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

জনাব মোঃ মুহিবুজ্জামান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনি তদানীন্তন সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) সচিবের একান্ত সচিব এবং ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বাংলাদেশ সচিবালয়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি সর্বশেষ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন।

 

চাকুরী জীবনে তিনি সরকারী প্রতিনিধি দলের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়া, কমোরজ, রুয়ান্ডা, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মাল্টা, ভিয়েতনাম, সিংগাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক/আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ করেন।