২৭/০৭/২০১৯ খ্রিঃ তারিখে জীবন বীমা কর্পোরেশনের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টা ৩০ মিনিটে অফিসার্স ক্লাব, ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ, এম.পি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হক, এডিটর ইন চীফ ও ম্যানেজিং ডাইরেক্টর, ৭১ টিভি, জনাব শেখ কবির হোসেন, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, জনাব মোঃ শফিকুর রহমান পাটোয়ারী, চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
সভায় সভাপতিত্ব করেন জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. শেলীনা আফরোজা। স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) ডাঃ মোঃ আমিনুল ইসলাম।
এসময় জীবন বীমা কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, ডিএম, ডিও, এজেন্ট ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।