স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন (১৮ অক্টোবর, ২০২২ তারিখ) উপলক্ষ্যে জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ে সকাল ৮ ঘটিকায় শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ সাইফুল ইসলাম (সরকারের অতিরিক্ত সচিব), বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দসহ কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।