শুদ্ধাচার পুরস্কার-২০২১-২০২২ পুরস্কার প্রাপ্তদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সাইফুল ইসলাম। পুরস্কারপ্রাপ্তগণ হলেন- ২-৯ম গ্রেডভুক্ত কর্মকর্তাদের মধ্যে আইসিটি ডিভিশনের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মেহেদী হাসান, ১০-১৬তম গ্রেডভুক্ত কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে চট্টগ্রাম রিজিওনাল অফিসের উচ্চমান সহকারী জনাব এ. কে. এম নজরুল চৌধুরী এবং ১৭-২০ তম গ্রেডভুক্ত কর্মচারীদের মধ্যে প্রধান কার্যালয়ের অফিস সহায়ক জনাব মোঃ আব্দুর রহিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কর্পোরেশনের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, সিনিয়র সিস্টেম এনালিস্ট সহ নৈতিকতা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
শুদ্ধাচার পরস্কার ২০২১-২০২২ প্রদানকালে কর্পোরেশনে ম্যানেজিং ডাইরেক্টর ও অতিরিক্ত সচিব জনাব মোঃ সাইফুল ইসলাম