সরকারের ভিশন ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে পেপারল্যাস দপ্তর পরিচালনার উদ্দেশ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গুরুত্বপূর্ণ সংস্থা "জীবন বীমা কর্পোরেশনে" ই-নথি পদ্ধতি বাস্তবায়ন কল্পে কর্পোরেশনের আইসিটি ডিভিশন ও প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে এবং a2i এর সহযোগিতায় দুই দিন ব্যাপি প্রশিক্ষণের প্রথম দিন। এ পদ্ধতি বাস্তবায়িত হলে গ্রাহক সেবা দ্রুত এবং সচ্ছভাবে দেয়া সম্ভব হবে।