৯ ডিসেম্বর ২০১৯ রোজ সোমবার বেলা ১১:০০ ঘটিকায় জীবন বীমা কর্পোরেশনের মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ মাহফুজুল হক মরনোত্তর বীমা দাবীর ০২(দুই) টি চেক মরহুম বীমাগ্রাহক মোঃ মনিরুল হক এর নমিনী (স্ত্রী) আখি দিলরুবা এর নিকট ১২,৩৬,৪৭৬/- (বার লক্ষ ছত্রিশ হাজার চারশত ছিয়াত্তর) এবং মরহুম বীমাগ্রাহক এর নমিনী (স্ত্রী) মিসেস রহিমা বেগম এর অনুকূলে ২,১১,১১১/- (দুই লক্ষ এগার হাজার একশত এগার) টাকার চেক জিএম ডিআরও মহোদয়ের দপ্তরে হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক কার্যালয়ের জিএম জনাব মোঃ আনোয়ার হোসেন, এজিএমসহ বিভাগীয় ইনর্চাজ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও মরহুম বীমাগ্রাহক দ্বয়ের নমিনী ও পরিবারবর্গ।