Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০২২

শেখ রাসেল দিবসে বঙ্গবন্ধু শিক্ষা বীমার চেক হস্তান্তর


প্রকাশন তারিখ : 2022-10-18

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম  জন্মদিন ও "শেখ রাসেল দিবস ২০২২" পালন উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষাবীমার মরণোত্তর দাবীর (বৃত্তি) চেক হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগে ২০২১ সালের জাতীয় বীমা দিবসে জীবন বীমা কর্পোরেশনের মাধ্যমে দেশব্যাপী চালুকৃত বঙ্গবন্ধু শিক্ষাবীমার ১ম মৃত্যুদাবীর বৃত্তির চেক গ্রহণ করেন রাণী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ত্রিশাল তালুকদার। ত্রিশাল তালুকদারের অভিভাবক ও মাতা দিপালী চাকমার মৃত্যুজনিত কারণে শিক্ষাবৃত্তি হিসেবে তার ১৮ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত মাসিক ৫০০/-(পাঁচশত টাকা) হারে এ বৃত্তি পেয়ে যাবেন যা প্রতিমাসে তার ব্যাংক হিসাব-এ জমা হবে।

 

মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জনাব দীপংকর তালুকদার, পার্বত্য চটগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা,  জেলা পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রাম রিজিওনাল অফিসের ম্যানেজার জনাব নুরুদ্দিন মোহাম্মদ তৈয়ব, রাঙামাটি সেলস অফিসের ইনচার্জ তপন কুমার ভট্টাচার্য, কর্মকর্তা জনাব ঝুমুর চাকমা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রাজিয়া সুলতানা এবং জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ রাসেল দিবসে সরকারের এ রকম একটি প্রশংসনীয় উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।