গত ১৪-০৮-২০১৮ খ্রি: তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান মহোদয়ের সাথে কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলী নূর (অতিরিক্ত সচিব), ঢাকা রিজিওনাল অফিসের জেনারেল ম্যানেজার(যুগ্ম সচিব) অমল কৃষ্ণ মন্ডল, ম্যানেজার-দাবী (ডিআরও) মোঃ ওয়াজেদ আলী ও শাখা অফিস এর ইনচার্জ জি. এম. হাসান মাহমুদ-এর উপস্থিতিতে জীবন বীমা কর্পোরেশনের প্রচলিত বীমা স্কিম সমূহ ও বীমা গ্রহীতাগণকে প্রদত্ত বিভিন্ন সুবিধাদির বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় জীবন বীমা কর্পোরেশনের সার্বিক কর্মকান্ডের বিষয়ে তাঁকে অবহিত করা হয়। তিনি কর্পোরেশনের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান যুগের সাথে সমন্বয় রেখে ডিজিটালাইজেশনের মাধ্যমে বিভিন্ন প্রকার দাবী পরিশোধ সহ অন্যান্য সেবা দ্রুত ও আন্তরিকতার সাথে প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গ্রুপ বীমা সম্পর্কিত ম্যানেজিং ডাইরেক্টর কর্তৃক উ›¡পিত প্রস্তাব বিষয়ে মুখ্য সচিব মহোদয় বলেন এটি একটি ভাল প্রস্তাব । এ প্রসংগে অন্যান্য দেশের Best Practice সম্পের্কে তিনি জানতে চান এবং এতদসম্পর্কিত একটি সারসংক্ষেপ পাঠাতে পরামর্শ দেন। অত:পর ব্যক্তিগত একটি পেনশন পলিসির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জীবন বীম কর্পোরেশনের পক্ষ থেকে একটি চেক মূখ্য সচিব মহোদয়ের হাতে তুলে দেয়া হলে তিনি সকলকে ধন্যবাদ জানান এবং বীমা সম্পর্কিত সেবার মান বৃদ্ধিসহ মানুষের দোর গোড়ায় এ সেবা পৌঁছে দেয়ার পরামর্শ প্রদান করেন ।