প্রধান কার্যালয়ের জীবন সভাকক্ষে 26/09/2019 তারিখে বেলা 11.00মিনিটে কর্পোরেশন এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক( অতিরিক্ত সচিব ) এর সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভা-2019 চলছে। উক্ত সভায় সকল রিজিওনাল ইনচার্জ, কর্পোরেট সেবা দফতর ইনচার্জসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন।