অগ্রণী ব্যাংক লিঃ এর সাথে জীবন বীমা কর্পোরেশনের “তথ্য প্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা” এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এর শুভ উদ্বোধন
প্রকাশন তারিখ
: 2020-11-08
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জনগনের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে “তথ্য প্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা” বাস্তবায়নের অংশ হিসেবে ০৮ নভেম্বর, ২০২০ রবিবার বেলা ০৩.০০ ঘটিকায় "জীবন বীমা কর্পোরেশন এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর" অনুষ্ঠিত হয়। জীবন বীমা কর্পোরেশনের মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালেয়র আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আসাদুল ইসলাম মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ মাকসুদুল হাসান খান ( সাবেক সচিব), জনাব মোহম্মদ শামস-উল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও, অগ্রণী ব্যাংক লিঃ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেশনের অর্থ ও হিসাব ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব সেখ কামাল হোসেন। “তথ্য প্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা” বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কর্পোরেশনের সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী আবু আবেদ মুহাম্মদ শোয়াইব।
উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।