জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ আনোয়ার হোসেন (অতিরিক্ত দায়িত্ব) মহোদয়ের অফিস কক্ষে ০৪/০২/২০২১ খ্রি. তারিখ ময়মনসিংহ শহরের প্রখ্যাত গাইনোকলজিষ্ট মরহুম ডা: এ.কে.এমমজিবুর রহমান খান (ডাঃ হিরা) এর মরণোত্তর দাবী বাবদ ৯০,৮০,০০০/-(নব্বই লক্ষ আশি হাজার) টাকা বীমা গ্রাহকের নমিনি স্ত্রী মিসেস সুলতানা নাজনীন এর নিকট চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার-টিএ ও গ্রুপ, জনাব আবু হেনা মোঃ মোস্তফা কামাল (উপ-সচিব), ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার-ইনচার্জ, জনাব এ.কে.এম এ আওয়াল, জনাব মোঃ কামরুল ইসলাম-ম্যানেজার, জনাব শ্যামল কান্তি ভৌমিক-ম্যানেজার-বোর্ড সেক্রেটারী, জনাব ইসমত আরা আহমেদ, ম্যানেজার-জনসংযোগ, এবং কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।