জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর জনাব মো. জহুরুল হক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অফিস কক্ষে ১১/০৫/২০২১ খ্রি. তারিখ মরহুম- জামাল উদ্দীন (আইনজীবী)-এর মরণোত্তর দাবী বাবদ ৮,৭৯,৬০০/-(আট লক্ষ ঊনআশি হাজার ছয়শত) টাকার চেক বীমাগ্রাহকের নমিনি স্ত্রী মোসা: উম্মে হাবিবা নাজনীন-এর নিকট হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জীবন বীমা কর্পোরেশনের টিএ ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব আবু হেনা মোঃ মোস্তফা কামাল (উপ-সচিব), উন্নয়ন ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব আবুল ফাতাহ মো: বালিগুর রহমান (উপ-সচিব), ই/ই ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব এস. এম আনছাররুজ্জামান (উপ-সচিব), প্রশাসন ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব সেখ কামার হোসেন (উপ-সচিব), ঢাকা রিজিওনাল অফিসের জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত), এ.কে.এম.এ আওয়াল, এজিএম এ টি এম নজরুল ইসলাম, প্রধান কার্যালয়ের জনসংযোগ এর ম্যানেজার জনাব ইসমত আরা আহমেদ, দাবী বিভাগের ম্যানেজার জনাব মো: নুরূল ইসলাম এবং আইসিটি ডিভিশন, ঢাকা রিজিওনাল অফিস ও কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।