জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. শেলীনা আফরোজা ১৫ আগস্ট, ২০১৯ খ্রিঃ তারিখে জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে সকাল ৬.৩০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) পারভিন সিদ্দিকা, জিএম মোঃ আনোয়ার হোসেন সহ জীবন বীমা কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। অতঃপর জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের ডাইরেক্টর প্রফেসর ড. মোঃ আবু তাহের ও কর্পোরেশনের জিএম মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নং এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।