গত ১৭/১০/২০১৮ খ্রিঃ তারিখ জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ে প্রয়াত ডেপুটি জেনারেল ম্যানেজার মরহুম মোস্তফা সারোয়ার ভূইয়া- এর নমিনি (স্ত্রী) মোনালিসা রহমানকে জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ড. শেলীনা আফরোজা (সাবেক সচিব) তাঁর দপ্তরে গ্রুপ বীমা দাবীর বিপরীতে মোট ২৬,৯৫,৪১৬.৬৬ (ছাব্বিশ লক্ষ পচাঁনব্বই হাজার চারশত ষোল টাকা ছিষট্রি পয়সা) টাকার চেক হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আলী নূর, জি এম কেহিঅদ ও আইসিটি মওদুদ এ.কে. কাইয়ুম চৌধুরী (যুগ্ন সচিব), জি এম প্রশাসন ও ই/ই মোহাম্মদ খালেদ রহীম (উপ-সচিব), জি এম গ্রুপ পারভীন সিদ্দিকা ও বিভিন্ন বিভাগের ডিজিএমসহ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।