২৮ আগস্ট, ২০২৩ তারিখ জীবন বীমা কর্পোরেশন এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘Actuarial Valuation’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মিজানুল হক চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক সচিব ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোঃ জয়নুল বারী মহোদয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের সাবেক চেয়ারম্যান একচুয়ারী মোঃ সোহরাব উদ্দিন মহোদয়, বিআইএসডি প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মোঃ কামরুজ্জামান মহোদয় এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর যুগ্মসচিব জনাব ড. নাহিদ হোসেন মহোদয়।
উক্ত কর্মশালায় জীবন বীমা কর্পোরেশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।