জীবন বীমা কর্পোরেশনের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ২০২১ পালনের অংশ হিসেবে করোনা রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানের উদ্দেশ্যে "অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠান " এর আয়োজন করে ভোলার জেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ভোলা জেলার তিনটি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে জীবন বীমা কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামানের কাছে এই সব সিলিন্ডার তুলে দেন জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী।
এ সময় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত থাকেন জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর জহুরুল হক। এছাড়াও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, জীবন বীমা কর্পোরেশনের সহকারী জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ মাহফুজ উল্লাহ প্রমুখ।