প্রধান কার্যালয়ের জীবন সভাকক্ষে 05/08/2019 তারিখে সকাল 9.30মিনিটে Bangladesh insurance academy কর্তৃক আয়োজিত "Transactional Analysis " শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জীবন বীমা কর্পোরেশন এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. শেলীনা আফরোজা( সরকারের সাবেক সচিব )।এ ছাড়া মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জনাব খন্দকার ইব্রাহিম খালেদ, Bangladesh insurance academy এর Director জনাব মোহাম্মদ আমজাদ হোসেন( অতিরিক্ত সচিব ) সহ সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ।