Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুলাই ২০২০

জীবন বীমা কর্পোরেশন ও সোনালী ব্যাংক লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ইএফটি কার্যক্রমের শুভ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2020-07-29
জীবন বীমা কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ইএফটি এর মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্টে প্রদানের নিমিত্ত জীবন বীমা কর্পোরেশন ও সোনালী ব্যাংক লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ইএফটি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। কর্পোরেশনের প্রধান কার্যালয়ে ২৮ জুলাই ২০২০ দুপুরে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে সীমিত পরিসরে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব জনাব মো: মাকসুদুল হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইএফটি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মাহফুজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডাইরেক্টর জনাব মো: আতাউর রহমান প্রধান ভার্চুয়্যাল মাধ্যমে সংযুক্ত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। অনুষ্ঠানে কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সকল জেনারেল ম্যানেজারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংগ্রহণ করেন।
সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব মো: ওয়ালি উল্লাহ্ এবং জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার-হিসাব ও অর্থ জনাব সেখ কামাল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময়ে কর্পোরেশনের জেনারেল ম্যানেজার জনাব মো: আনোয়ার হোসেন এবং সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব চীফ ফিনান্সিয়াল অফিসার জনাব সুভাষ চন্দ্র দাস, এফসিএমএ, এফসিএ, বক্তব্য রাখেন। জীবন বীমা কর্পোরেশনের সকল রিজিওনাল ইনচার্জ, কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ভার্চুয়্যাল মাধ্যমে সংযুক্ত থেকে অনুষ্ঠানে অংগ্রহণ করেন ও মূল্যবান মতামত রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্পোরেশনের সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী আবু আবেদ মুহাম্মদ শোয়াইব।