Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ অক্টোবর ২০২২

জীবন বীমা কর্পোরেশনের ব্যবসা পর্যালোচনা সভা


প্রকাশন তারিখ : 2022-10-13

এগারো অক্টোবর জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের 'জীবন সভা' কক্ষে কর্পোরেশনের সেপ্টেম্বর ২০২২ মাস পর্যন্ত সম্পাদিত ব্যবসায় এবং ২০২২ সালের ব্যবসায় লক্ষ্যমাত্র অর্জনের উপর দু'দিনব্যাপী ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কর্পোরেশনের ম্যানেজিং ডারেক্টর মো: সাইফুল ইসলাম (সরকারের অতিরিক্ত সচিব)। দু'দিনব্যাপী ব্যবসায় পর্যালোচনা সভার প্রথম দিনে চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল রিজিওনের ইনচার্জসহ অধীনস্থ সেলস্‌ ও কর্পোরেট অফিসসমূহের ইনচার্জগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইনচার্জগণ ব্যবসায় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সমস্যাদি উল্লেখ করেন। অত:পর ম্যানেজিং ডাইরেক্টর ব্যবসায় উন্নয়নের দিকনির্দেশনা প্রদানসহ উপস্থিত সবাইকে তাদের নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করেন।