২৮ এপ্রিল ২০২৪ খ্রি. সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মুহিবুজ্জামান জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের জীবন সভাকক্ষে এক মত বিনিময় সভায় তাঁকে কর্পোরেশনের জেনারেল ম্যানেজার-প্রশাসন জনাব একেএম হাফিজুল্লাহ্ খান ও অন্যান্য জেনারেল ম্যানেজারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। যোগদান পরবর্তী আয়োজিত মতবিনিময় সভায় কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে তিনি কুশল বিনিময় ও কর্পোরেশনের সকল কর্মকান্ড সঠিকভাবে সম্পাদন করে প্রতিষ্ঠানকে একটি মর্যাদাকর স্থানে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুহিবুজ্জামান মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জেনারেল ম্যানেজার-প্রশাসন জনাব একেএম হাফিজুল্লাহ্ খান ও অন্যান্য জেনারেল ম্যানেজারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।