জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ১০-দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের উন্নয়ন" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবন সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ মাকসুদুল হাসান খান (সাবেক সচিব) এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহুরুল হক (অতিরিক্ত সচিব)।