কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ আলী নূর (অতিরিক্ত সচিব) মহোদয়ের সভাপতিত্বে ২৫-০৭-২০১৮ ইং তারিখে জীবন বীমা কর্পোরেশনের Online Insurance System Software আধুনিকায়নের নিমিত্ত SYNESIS IT এর সহিত প্রধান কার্যালয়ের কেন্দ্রিয় কর্মচারী প্রশাসন বিভাগ , আইসিটি ডিভিশনের কর্মকর্তাদের সমন্বয়ে এক সভা Executive Conference রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় SYNESIS IT কর্তৃক প্রদত্ত Inception Report এবং SRS Report এর HRM(Admin) Module সর্ম্পকে আলোচনা করা হয়।