Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মে ২০২৩

জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পুর্তিতে ‘সূবর্ণজয়ন্তী- ২০২৩' বর্নাঢ্যভাবে উদ্‌যাপন।


প্রকাশন তারিখ : 2023-05-15

আজ ১৪ মে, ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পূর্তিতে ‘সূবর্ণজয়ন্তী-২০২৩‌‌' বর্ণাঢ্য ভাবে উদ্‌যাপিত হয়। অতিথিবৃন্দ বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে সূবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সরকারের অতিরিক্ত সচিব কর্পোরেশনের মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ মিজানুল হক চৌধুরী-এর সভাপতিত্বে সিরডাপ মিলনায়তন, চামেলী হাউজ, ১৭ তোপখানা রোড, ঢাকায় সুবর্ণজয়ন্তীর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ এ সভায় আলোচনা করেন।  জীবন বীমা কর্পোরেশনের দীর্ঘ পথচলার ভিডিও প্রদর্শনের মাধ্যমে  সুবর্ণজয়ন্তীর আলোচনা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী, জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়াম্যান জনাব মোঃ আসাদুল ইসলাম, জেবিসি পরিচালনা বোর্ডের সাবেক চেয়াম্যান ড. সোহরাব হোসেন, জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের সাবেক চেয়াম্যান এবিএম আব্দুল হান্নান এবং সাবেক ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর পারভিন সিদ্দিকা।   

এ আলোচনায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী বলেন, জীবন বীমা প্রতিষ্ঠানগুলোকে মানুষের আস্থা অর্জন করতে হবে। নবায়ন প্রিমিয়াম ঝরার হার কমাতে হবে। বেসরকারী জীবন বীমা প্রতিষ্ঠানে দাবী পরিশোধের হার মাত্র ৬৬% । তবে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, জীবন বীমা কর্পোরেশনের দাবী পরিশোধের হার ৮৭%। তিনি এই হার আরো বাড়িয়ে জনগণের আস্থা অর্জনের জন্য বীমা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান।

বক্তাগণ  জীবন বীমা কর্পোরেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে তাদের বক্তব্য শেষ করেন। পরিশেষে সভাপতি আগত অতিথিবৃন্দসহ অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সূবর্ণজয়ন্তীর আলোচনার সমাপ্তি ঘোষণা করেন।   

 

আলোচনা শেষে “সূবর্ণজয়ন্তী-২০২৩” উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া, বৃহৎ একটি কেক কেটে জীবন বীমা কর্পোরেশনের ৫১তম জন্মদিন উদ্‌যাপন করা হয়।

কর্পোরেশনের  ‌‌'সুবর্ণজয়ন্তী-২০২৩' এ আগত সম্মানীত অতিথিবৃন্দ। 

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে কর্পোরেশনের  ‌‌'সুবর্ণজয়ন্তী-২০২৩' আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সুবর্ণজয়ন্তী-২০২৩ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করছেন কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মিজানুল হক চৌধুরী।

সুবর্ণজয়ন্তী-২০২৩ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করছেন কর্পোরেশনের পরিচালনা বোর্ড-এর চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব জনাব মোঃ আসাদুল ইসলাম। 


সুবর্ণজয়ন্তী-২০২৩ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব জনাব মোহাম্মদ জয়নুল বারী। 

সুবর্ণজয়ন্তী-২০২৩ অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান

সুবর্ণজয়ন্তী-২০২৩ অনুষ্ঠানে পুরস্কার প্রদান। 

সুবর্ণজয়ন্তী-২০২৩ অনুষ্ঠান সঞ্চলনা করছেন আইসিটি ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আবেদ মুহাম্মদ শোয়াইব।