৫ জুন,২০২২ জীবন বীমা কর্পোরেশনের আয়োজনে "চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বীমা শিল্পের করনীয়" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. নাহিদ হোসেন।
কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ও অতিরিক্ত সচিব কবি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক সিনিয়র সচিব এবং জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আসাদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্পোরেশনের সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী আবু আবেদ মুহাম্মদ শোয়াইব।