Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মার্চ ২০২০

জীবন বীমা কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান কর্তৃক বীমার মরণোত্তর দাবীর চেক হস্তান্তর


প্রকাশন তারিখ : 2020-03-09

৯ মার্চ ২০২০ রোজ সোমবার বেলা ১১:০০ ঘটিকায় জীবন বীমা কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান জনাব মো: মাকসুদুল হাসান খান (সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) কে মরনোত্তর বীমা দাবী বাবদ টাঃ ২৪,০৭,৫০০/ (চব্বিশ লক্ষ সাত হাজার পাঁচশত টাকা) এর চেক নমিনীদ্বয় (অপ্রাপ্ত বয়স্কা) এর পক্ষে অভিভাবক, উম্মে সালিমার (মাতা) নিকট হস্তান্তর করতে দেখা যাচ্ছে। উক্ত সময় কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক, জিএম (উপসচিব) আবু হেনা মোঃ মোস্তাফা কামাল, জিএম (উপসচিব) এ এফ এম বালিগুর রহমান এবং কর্পোরেশনের অন্যান্য উর্ধ্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যান মহোদয় কর্পোরেশনের গ্রাহক সেবা আরও অধিকতর উন্নত করার বিষয়ে তাগিদ প্রদান করেন এবং মুজিববর্ষকে সামনে রেখে ন্যুনতম সময়ে বীমা দাবি পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।