Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০১৯

উপ মহাব্যবস্থাপক, GTCL নিকট গ্রুপ বীমার মরণোত্তর দাবীর চেক হস্তান্তর


প্রকাশন তারিখ : 2019-11-25

২৫.১১.২০১৯খ্রিঃ তারিখে জীবন বীমা কর্পোরেশনের ‘জীবন সভাকক্ষে’ কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. শেলীনা আফরোজা পিএইচডি ১টি গ্রুপ বীমার  মরণোত্তর দাবী বাবদ  ৫,২০০,০০০/- (বায়ান্ন লক্ষ টাকা) টাকার চেক মৃত বীমাগ্রাহক মোঃ শহীদুল্লাহ, উপ মহাব্যবস্থাপক, GTCL এর পক্ষে মোঃ সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (এইচআর), GTCL এর নিকট হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোহাম্মদ মাহফুজুল হক, সভাপতি হিসেবে এবং জিএম-গ্রুপ, জিএম-আইসিটি সহ কর্পোরেশনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।