Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুন ২০২২

জীবন বীমা কর্পোরেশনের সাথে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং বিকাশের চুক্তি সম্পন্ন


প্রকাশন তারিখ : 2022-06-17

১৫ জুন, ২০২২ তারিখ গুলশানের দ্যা ওয়েস্টিনে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং বিকাশের মাধ্যমে জীবন বীমা কর্পোরেশনের প্রিমিয়াম কালেকশন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর (অতিরিক্ত সচিব) জনাব মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেড এর চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম, ব্র্যাক ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর জনাব সেলিম আর. এফ. হোসেন এবং জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান (সাবেক সিনিয়র সচিব) জনাব মোঃ আসাদুল ইসলাম।

 

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ডিএমডি জনাব তারেক রিফাত উল্লাহ খান এবং জীবন বীমা কর্পোরেশনের তথ্যপ্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনার উপর প্রেজেন্টেশন প্রদান করেন কর্পোরেশনের সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী আবু আবেদ মুহাম্মদ শোয়াইব।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের সদস্য, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব সহ ব্র্যাক ব্যাংক লিমিটেড, বিকাশ ও জীবন বীমা কর্পোরেশনের সিনিয়র কর্মকর্তা এবং গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোঃ আসাদুল ইসলাম (সাবেক সিনিয়র সচিব) মহোদয়ের উপস্থিতিতে জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব) ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের সাথে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে বীমা প্রিমিয়াম সংগ্রহ শুভ উদ্বোধন করেন। 

জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আসাদুল ইসলাম (সাবেক সিনিয়র সচিব) বক্তব্য প্রদান করছেন। 

জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব) বক্তব্য প্রদান করছেন। 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সচিব, জীবন বীমা কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং বিকাশ-এর উর্ধ্বতন কর্তৃপক্ষ।