জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ আনোয়ার হোসেন (অতিরিক্ত দায়িত্ব) মহোদয়ের ঢাকা রিজিওনাল অফিস কক্ষে ১৪/০২/২০২১ খ্রি. তারিখ মরহুম-মোঃ সালাউদ্দিন-এর মরণোত্তর দাবী বাবদ ১২,৮৬,৭৩৯/-(বার লক্ষ ছিয়াশি হাজার সাতশত উনচল্লিশ) টাকা বীমা গ্রাহকের নমিনি স্ত্রী ফরিদা ইয়াসমিন-এর নিকট চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব ইসমত আরা আহমেদ-ম্যানেজার-জনসংযোগ, প্রধান কার্যালয়, ঢাকা, জনাব মো: নুরূল ইসলাম, ম্যানেজার-দাবী ও আইসিটি-ডিআরও, এজিএম-জনাব আব্দুর রহিম মিয়া, ডিআরও, এ টি এম নজরুল ইসলাম-এজিএম, ডিআরও, জনাব মো: ফারুক আহমেদ, ম্যানেজার-সেবা, ডিআরও, এবং কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।