Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০২২

Tyser Group এর সাথে জীবন বীমা কর্পোরেশনের সভা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2022-07-19

Tyser Group এর সাথে জীবন বীমা কর্পোরেশনের সভা কর্পোরেশনের এক্সিকিউটিভ কনফারেন্স কক্ষে ১৯.০৭.২০২২ খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। Health Insurance and Bancassurance বিষয়ক উক্ত সভায় Tyser Group এর উদ্ধর্তন কর্মকর্তা Mr. Roger Marsh ও Mr. Charles Methews এবং জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ সাইফুল ইসলাম উপিস্থিত ছিলেন। এছাড়াও Product পর্যালোচনা কমিটির সদস্যগণসহ কর্পোরেশনের উদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জীবন বীমা কর্পোরেশনের Mediclaim পলিসিটি Tyser Group এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।