৩১/১/২০১৯ খ্রিঃ তারিখে জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের জীবন সভাকক্ষে "ব্যবসা উন্নয়ন পরিকল্পনা সম্মেলন-২০১৯" অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ড. শেলীনা আফরোজা (সাবেক সচিব) এবং সভাপতিত্ব করেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী নূর (অতিরিক্ত সচিব)। এ সময় কর্পোরেশনের সকল জেনারেল ম্যানেজার সহ, রিজিওনাল ইনচার্জ, কর্পোরেট ইনচার্জ ,সেলস ইনচার্জ ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের সমস্যার সমাধান করার দিক নির্দেশনা দেন এবং কর্পোরেশনের নতুন ইমেজ তৈরি করার জন্য প্রবল ইচ্ছা শক্তি নিয়ে কাজ করার জন্য সবাইকে আহবান জানান। এ সময় ২০১৯ সালে ১ম বর্ষ ব্যবসা ১৬৯ কোটি টাকাসহ ৬৫১ কোটি টাকা ব্যবসা করার লক্ষমাত্রা স্থির করা হয়। সম্মেলনে চেয়ারম্যান মহোদয় ব্যবসা সন্তোষজনক হওয়ায় কর্পোরেশনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি চলতি বছরে দ্বিগুন পরিমাণ ব্যবসা করার ও একই সাথে সকলকে আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য উৎসাহ দেন। এ সময় কর্পোরেশনের সকল কর্মকর্তা চেয়ারম্যান মহোদয় ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের দিক নির্দেশনায় এবং নেতৃত্বে এ লক্ষে সর্বোচ্চ আন্তরিকতা ও পরিশ্রমসহ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।