জীবন বীমা কর্পোরেশের কনফারেন্স রুমে ০৩/৯/২০১৮খ্রিঃ তারিখে জুনিয়র অফিসার পদে নিয়োগপ্রাপ্তদের তিনদিন ব্যাপি ইন হাউজ প্রশিক্ষন শুরু হয়। জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলী নূর (অতিরক্তি সচিব) প্রশিক্ষন উদ্বোধন করেন। কর্পোরেশনের জি এম (যুগ্ম সচিব) মওদুদ এ কে কাইয়ুম চৌধুরী এবং জি এম (উপসচিব) মোহাম্মদ খালেদ রহীম সহ উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীগন এ সময় উপস্থিত ছিলেন।