জীবন বীমা কর্পোরেশনের “তথ্য প্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা” এর শুভ উদ্বোধন
প্রকাশন তারিখ
: 2020-07-19
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জনগনের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে ১৯ জুলাই, ২০২০ রবিবার ভার্চুয়্যাল মাধ্যমে জীবন বীমা কর্পোরেশনের “তথ্য প্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা” এর শুভ উদ্বোধন করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে সংযুক্ত থেকে আনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ মাকসুদুল হাসান খান (সাবেক সচিব), জনাব মোঃ আশরাফ হোসেন, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং জনাব আবুল কাশেম মোঃ শিরীন, ম্যানেজিং ডাইরেক্টর, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহফুজুল হক, ম্যানেজিং ডাইরেক্টর (অতিরিক্ত সচিব), জীবন বীমা কর্পোরেশন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার জনাব মোঃ আনোয়ার হোসেন। “তথ্য প্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা” বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কর্পোরেশন সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী আবু আবেদ মুহাম্মদ শোয়াইব।