০৫/০৮/২০১৮খ্রিঃ তারিখে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আলী নূর জীবন বীমা কর্পোরেশন, প্রধান কার্যালয়, ঢাকায় বীমা গ্রাহকের নমিনী (স্ত্রী) কাজী মারুফা আক্তার লাভলীর নিকট ৫,৬১,৫৪০ (পাঁচ লক্ষ একষট্রি হাজার পাঁচশত চল্লিশ টাকার) চেক হস্থান্তর করেন। ঢাকা আঞ্চলিক কার্যালয়ের জেনারেল ম্যানেজার (যুগ্নসচিব) অমল কৃষ্ণ মন্ডল ও ম্যানেজার দাবী সহ অন্যান্য উদ্ধর্তন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।