গত ০৯/০১/২০১৯ খ্রিঃ তারিখে জীবন বীমা র্কপোরেশনের প্রধান কার্যালয়ে মরনোত্তর দাবীর চেক হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. শেলীনা আফরোজা (সাবেক সচিব) ১৫,৬২,৪০০/-(পনের লক্ষ বাষট্টি হাজার চারশত) টাকার চেক বীমা গ্রাহক মরহুম প্রকৌশলী মোঃ গোলাম ফারুক এর নমিনীর নিকট হস্তান্তর করেন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের, বেগম পাপিয়া রহমান, বেগম গুলশান আরা। সভাপতিত্ব করেন র্কপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী নূর (অতিরিক্ত সচিব)। সকল জিএম সহ কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।