২৫ এপ্রিল, ২০২৩ তারিখ মঙ্গলবার সকাল ১১.০০ টার সময় জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে (জীবন সভাকক্ষ) ‘ঈদুল ফিতর’ উৎসব পরবর্তী অফিসের সহকারী ম্যানেজার ও তদুর্দ্ধ কর্মকর্তাগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় মিলিত হন মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর ও অতিরিক্ত সচিব জনাব মোঃ মিজানুল হক চৌধুরী। এ সময় উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। সভায় সিবিএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সম্মেলন কক্ষ ছাড়াও অফিসে উপস্থিত অন্যান্য সকল কর্মকর্তা/কর্মচারীদেরকেও মিষ্টিমুখ করানো হয়।
শুভেচ্ছা বিনিময় শেষে আগামী ১৪ মে জেবিসির ‘সুবর্ণজয়ন্তী’ সফল করার সার্বিক বিষয় নিয়ে ভার্চুয়ালী সংযুক্ত রিজিওনাল ইনচার্জসহ উপস্থিত কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে মূল্যবান নির্দেশনা দান করেন প্রতিষ্ঠানের অভিভাবক মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর মহোদয়। উল্লেখ্য, ঢাকায় সিরডাপ মিলনায়তনে ও রিজিওনাল, কর্পোরেট ও সেলস অফিস স্থানীয় জেলা প্রশাসনকে সম্পৃক্ত করে ‘সুবর্ণজয়ন্ত’ পালিত হবে।
এ সভার পরপরই কর্পোরেশনের আর্থিক কর্মকান্ডের নিরাপত্তা ও ইউনিফর্ম কার্য প্রক্রিয়া বজায় রাখতে ম্যানেজিং ডাইরেক্টর মহোদয় ভার্চুয়ালী সংযুক্ত সকল রিজিওনাল অফিসের অডিট টিমের সাথে অডিট কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষে হালনাগাদ অবস্থা নিয়ে আলোচনা অংশ নেন।
ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় করছেন কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ও অতিরিক্ত সচিব জনাব মোঃ মিজানুল হক চৌধুরী।
ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।
প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে (জীবন সভাকক্ষ) ভার্চুয়ালী সংযুক্ত কর্পোরেশনের সকল রিজিওনাল অফিসের অডিট টিম
ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত কর্পোরেশনের কর্মকর্তাগণ ও সিবিএ নেতৃবৃন্দ।