Wellcome to National Portal
  • 2024-11-05-18-44-2d822a958cda4716abcf30a3f0798b7b
  • 2024-11-09-16-55-2deb435bab7a7e687b84936c487808eb
  • 2021-12-26-06-34-8e8265ee53a73ab90bc8d3a88eb9b40b
  • 2024-08-06-14-12-5a9fcb6fb49f87b8f7baeee815a7407f
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২১

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও জীবন বীমা কর্পোরেশনের মধ্যে প্রবাসীকর্মী বীমার নবায়ন চুক্তি স্বাক্ষর


প্রকাশন তারিখ : 2021-01-18

১৭ জানুযায়ী, ২০২১ তারিখ রোজ রবিবার সকাল ১১.৩০ ঘটিকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB)এবং জীবন বীমা কর্পোরেশনের মধ্যে প্রবাসী কর্মী বীমা ২ (দুই) বছরের জন্য প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে নবায়ন চুক্তি স্বাক্ষর হয়।

প্রবাসীকর্মী বীমা নবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ, এমপি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জীবন বীমা কর্পোরেশনের পক্ষে মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেন, মহাপরিচালক, মোঃ হামিদুর রহমান (অতিরিক্ত সচিব), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জীবন বীমা কর্পোরেশনের গ্রুপ ডিভিশনের জি.এম আবু হেনা মোঃ মোস্তফা কামাল, ডিজিএম-গ্রুপ,  মীর নূর মোহাম্মদ, এজিএম-গ্রুপ মোঃ শাহিদ ইকবাল, ম্যানেজার-প্রবাসীকর্মী বীমা সেল মোঃ মোশাররফ হোসেন, ম্যানেজার-জন সংযোগ ইসমত আরা আহমেদ উপস্থিত ছিলেন। 

2021-01-18-13-12-9eb0c474d5fee62d869f75f7bb63257e

2021-01-18-13-14-4d815d5d515863cdf535d519dc19f169