Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ নভেম্বর ২০১৯

যুগ্ম মেয়াদী বীমা (লাভসহ) প্ল্যান-০৮

এই বীমা পরিকল্পনার মাধ্যমে যে কোন দু ব্যক্তি যাদের পরস্পরের জীবনের উপর বীমাযোগ্য স্বার্থ (insurable Interest) আছে, যুগ্মভাবে জীবন বীমা গ্রহণ করতে পারেন। এই পরিকল্পনা একই সাথে বীমাগ্রহণকারী ব্যক্তিদ্বয়ের সমপরিমাণ বীমার অংকের জন্য মৃত্যুজনিত ঝুঁকি কোন নির্দিষ্ট মেয়াদের জন্য আবৃত করে। এই বীমার অধীনে বীমাকৃত অংক বীমার মেয়াদ অন্তে অথবা তার পূর্বে বীমাগ্রহণকারী ব্যক্তিদ্বয়ের যে কোনো একজনের মৃত্যু হলে দেয়া হয়। এই বীমা যুগ্মভাবে ব্যবসায় লিপ্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে পরিকল্পিত। এই পরিকল্পনার অধীনে স্বামী-স্ত্রীকে বীমা গ্রহণ করতে দেয়া হয় তবে সেক্ষেত্রে স্ত্রীকে শিক্ষিতা (মাধ্যমিত বা সমমানের পরীক্ষা পাশ) হতে হবে এবং নিজস্ব কোনো বৃত্তি থেকে রোজগার থাকতে হবে। এই পরিকল্পনার অধীনে বীমাগ্রহণেচ্ছুক ব্যক্তিদ্বয়কে আলাদাভাবে দুটি প্রস্তাবপত্র পূরণ করতে হবে এবং দু’জনকেই আলাদাভাবে প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং ডাক্তারী পরীক্ষায় উনড়বতমান বলে বিবেচিত হতে হবে। প্রিমিয়ামের তালিকায় দেয়া প্রিমিয়াম বীমাগ্রহণকারী ব্যক্তিদ্বয়ের বয়স সমান ধরে হিসাব করা হয়েছে। যদি ব্যক্তিদ্বয়ের বয়স ভিন্ন হয় তাহলে নিম্বোক্ত ‘বয়স একরূপকরণ তালিকা’ এর মাধ্যমে সমতুল্য বয়স হিসাব করতে হবে। এই পরিকল্পনায় বীমার অংক ১০ হাজার টাকার কম হবে না। এই পরিকল্পনার অধীনে বীমা গ্রহণ করলে নির্দিষ্ট সীমা পর্যন্ত আয়কর রেয়াত পাওয়া যায়। এই বীমার সঙ্গে কোনো অতিরিক্ত সুবিধার বীমা (Supplementary) গ্রহণ করা যায় না। ডাক্তারী পরীক্ষায় ‘উন্নতমান’ পর্যায়ভূক্তদের সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত এবং ‘অনুন্নতমান’ পর্যায়ভূক্তদের সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত এই বীমা গ্রহণ করতে দেয়া হয়। বীমাগ্রাহকের মেয়াদ পূর্তিকালীন সর্বোচ্চ বয়স হবে ৭০ বছর, কিন্তু অনুন্নতমান পর্যায়ভূক্তদের জন্য হবে ৬৫ বছর।

                                                  বয়স একরূপকরণ তালিকা

                   ব্যক্তিদ্বয়ের বয়সের ব্যবধান

জ্যেষ্ঠ ব্যক্তির বয়স থেকে বাদ দিতে হবে

 

   ০ ------------------- ১             বছর                                     কিছুনা

   ২------------------- ৩              ”                                        ১ বছর

   ৪------------------- ৬              ”                                        ২  ”

   ৭------------------- ৯              ”                                        ৩  ”

   ১০----------------- ১৩             ”                                        ৪  ”

   ১৪ -----------------১৭             ”                                        ৫  ”

   ১৮-----------------২৪              ”                                        ৬  ”

   ২৪ ----------------৩৩             ”                                        ৭  ”

বীমা গ্রহণেচ্ছুক ব্যক্তিদ্বয়ের বীমা গ্রহণকালীন বয়স এবং মেয়াদপূর্তিকালীন বয়স আলাদাভাবে সর্বোচ্চ সীমার মধ্যে থাকতে হবে।

 

নির্দিষ্ট মেয়াদ অন্তে কিংবা তৎপূর্বে বীমাগ্রহণকারী ব্যক্তিদ্বয়ের যে কোন একজনের মৃত্যু হলে দেয় ১,০০০ টাকা বীমার বার্ষিক প্রিমিয়ামের হার।

নিকটতম জন্মদিনে সমতুল্য বয়স

বীমার মেয়াদকাল

১০

বছর

১৫

বছর

২০

বছর

২৫

বছর

৩০

বছর

৩৫

বছর

২০

১১৫.১০

৭৭.৩০

৫৭.৯০

৪৬.৪০

৩৮.৭০

৩৩.৩০

২১

১১৫.২০

৭৭.৪০

৫৮.০০

৪৬.৫০

৩৮.৮০

৩৩.৫০

২২

১১৫.২০

৭৭.৪০

৫৭.১০

৪৬.৬০

৩৯.০০

৩৩.৭০

২৩

১১৫.৩০

৭৭.৫০

৫৮.২০

৪৬.৭০

৩৯.২০

৩৪.০০

২৪

১১৫.৪০

৭৭.৬০

৫৮.৩০

৪৬.৯০

৩৯.৪০

৩৪.৩০

২৫

১১৫.৪০

৭৭.৭০

৫৮.৪০

৪৭.১০

৩৯.৭০

৩৪.৭০

২৬

১১৫.৫০

৭৭.৮০

৫৮.৫০

৪৭.৩০

৪০.০০

৩৫.১০

২৭

১১৫.৬০

৭৭.৯০

৫৮.৭০

৪৭.৫০

৪০.৩০

৩৫.৫০

২৮

১১৫.৭০

৭৮.১০

৫৮.৯০

৪৭.৭০

৪০.৬০

৩৬.০০

২৯

১১৫.৮০

৭৮.২০

৫৯.১০

৪৮.০০

৪১.০০

৩৬.৫০

৩০

১১৫.৯০

৭৮.৩০

৫৯.৩০

৪৮.৩০

৪১.৪০

৩৭.১০

৩১

১১৬.০০

৭৮.৫০

৫৯.৫০

৪৮.৭০

৪১.৯০

৩৭.৭০

৩২

১১৬.২০

৭৮.৭০

৫৯.৮০

৪৯.১০

৪২.৫০

৩৮.৪০

৩৩

১১৬.৪০

৭৮.৯০

৬০.১০

৪৯.৫০

৪৩.১০

৩৯.২০

৩৪

১১৬.৫০

৭৯.২০

৬০.৫০

৫০.০০

৪৩.৮০

৪০.০০

৩৫

১১৬.৭০

৭৯.৫০

৬০.৯০

৫০.৬০

৪৪.৫০

৪১.০০

৩৬

১১৬.৯০

৭৯.৮০

৬১.০০

৫১.২০

৪৫.৪০

 

৩৭

১১৭.২০

৮০.২০

৬১.৯০

৫২.০০

৪৬.৩০

 

৩৮

১১৭.৫০

৮০.৬০

৬২.৫০

৫২.৮০

৪৮.৩০

 

৩৯

১১৭.৮০

৮১.১০

৬৩.১০

৫৩.৭০

৪৮.৪০

 

৪০

১১৮.২০

৮১.৬০

৬৩.৯০

৫৪.৭০

৪৯.৬০

 

৪১

১১৮.৬০

৮২.২০

৬৮.৮০

৫৮.৮০

 

 

৪২

১১৯.১০

৮৩.০০

৬৫.৫০

৫৭.১০

 

 

৪৩

১১৯.৭০

৮৩.৮০

৬৬.৯০

৫৮.৫০

 

 

৪৪

১২০.৪০

৮৭.৭০

৬৮.১০

৬০.০০

 

 

৪৫

১২১.১০

৮৫.৮০

৬৯.৫০

৬১.৭০

 

 

৪৬

১২২.০০

৮৭.০০

৭১.১০

 

 

 

৪৭

১২৩.০০

৮৮.৪০

৭২.৭০

 

 

 

৪৮

১২৪.১০

৮৯.৯০

৭৪.৬০

 

 

 

৪৯

১২৫.৪০

৯১.৬০

৭৬.৭০

 

 

 

৫০

১২৬.৮০

৯৩.৪০

৭৯.০০

 

 

 

 

নির্দিষ্ট মেয়াদ অন্তে কিংবা তৎপূর্বে বীমাগ্রহণকারী ব্যক্তিদ্বয়ের যে কোন একজনের মৃত্যু হলে দেয় ১,০০০ টাকা বীমার বার্ষিক প্রিমিয়ামের হার।

নিকটতম জন্মদিনে সমতুল্য বয়স

বীমার মেয়াদকাল

৩০

৩৫

৪০

৪৫

৫০

২০

১১৫.১০

৭৭.৩০

৫৭.৯০

৪৬.৪০

৩৮.৭০

২১

 

৮২.৯০

৬১.১০

৪৮.৪০

৪০.১০

২২

 

৭৯.২০

৬৪.৫০

৫০.১০

৪১.৭০

২৩

 

৯৬.৫০

৬৮.৫০

৫২.৯০

৪৩.৩০

২৪

 

১০৫.২০

৭২.৯০

৫৫.৫০

৪৫.২০

২৫

 

১১৫.৪০

৭৭.৪০

৫৮.৪০

৪৭.১০

২৬

 

 

৮৩.২০

৬১.৬০

৪৯.১০

২৭

 

 

৮৯.৬০

৬৫.১০

৫১.৩০

২৮

 

 

৫৭.১০

৬৯.১০

৫৩.৭০

২৯

 

 

১০৫.৬০

৭৩.৪০

৫৬.৪০

৩০

 

 

১১৫.৯০

৭৮.৩০

৫৯.৩০

৩১

 

 

 

৮৩.৯০

৬২.৫০

৩২

 

 

 

৯০.৩০

৬৬.২০

৩৩

 

 

 

৯৭.৭০

৭০.১০

৩৪

 

 

 

১০৬.৪০

৭৪.৫০

৩৫

 

 

 

১১৬.৭০

৭৯.৫০

৩৬

 

 

 

 

৮৫.১০

৩৭

 

 

 

 

৯১.৫০

৩৮

 

 

 

 

৯৯.১০

৩৯

 

 

 

 

১০৭.৭০

৪০

 

 

 

 

১১৮.২০

 

নির্দিষ্ট মেয়াদ অন্তে কিংবা তৎপূর্বে বীমাগ্রহণকারী ব্যক্তিদ্বয়ের যে কোন একজনের মৃত্যু হলে দেয় ১,০০০ টাকা বীমার বার্ষিক প্রিমিয়ামের হার।

নিকটতম জন্মদিনে সমতুল্য বয়স

বীমার মেয়াদকাল

৫৫

৬০

৬৫

৭০

২০

৩৩.৩০

২৯.৪০

২৬.৮০

২৫.১০

২১

৩৪.৪০

৩০.৪০

২৭.৭০

২৫.৯০

২২

৩৫.৬০

৩১.৪০

২৮.৬০

২৬.৭০

২৩

৩৬.৯০

৩২.৪০

২৯.৫০

২৭.৫০

২৪

৩৮.২০

৩৩.৫০

৩০.৪০

২৮.৩০

২৫

৩৯.৭০

৩৪.৭০

৩১.৪০

২৯.২০

২৬

৪১.২০

৩৫.৯০

৩২.৪০

৩০.১০

২৭

৪২.৮০

৩৭.২০

৩৩.৫০

৩১.১০

২৮

৪৪.৫০

৩৮.৫০

৩৪.৬০

৩২.১০

২৯

৪৬.৩০

৩৯.৯০

৩৫.৮০

৩৩.২০

৩০

৪৮.৩০

৪১.৪০

৩৭.১০

৩৪.৪০

৩১

৫০.৪০

৪৩.১০

৩৮.৪০

৩৫.৬০

৩২

৫২.৮০

৪৪.৮০

৩৯.৮০

৩৬.৮০

৩৩

৫৫.২০

৪৬.৬০

৪১.৩০

৩৮.১০

৩৪

৫৭.৯০

৪৮.৫০

৪২.৯০

৩৯.৫০

৩৫

৬০.৯০

৫০.৬০

৪৪.৫০

৪১.০০

৩৬

৬৪.৩০

৫২.৮০

৪৬.৩০

৪২.৫০

৩৭

৬৭.৯০

৫৫.২০

৪৮.২০

৪৪.১০

৩৮

৭১.৯০

৫৮.০০

৫০.২০

৪৫.৮০

৩৯

৭৬.৪০

৬০.৮০

৫২.৩০

৪৭.৭০

৪০

৮১.৬০

৬৩.৯০

৫৪.৭০

৪৯.৬০

৪১

৮৭.৪০

৬৭.৪০

৫৭.১০

৫১.৭০

৪২

৯৪.০০

৭১.৩০

৫৯.৯০

৫৩.৯০

৪৩

১০১.৬০

৭৫.৭০

৬২.৯০

৫৬.৩০

৪৪

১১০.৫০

৮০.৪০

৬৬.০০

৫৮.৯০

৪৫

১২১.১০

৮৫.৮০

৬৯.৫০

৬১.৭০

৪৬

 

৯১.৯০

৭৬.৪০

৬৪.৭০

৪৭

 

৯৮.৭০

৭৭.৭০

৬৭.৮০

৪৮

 

১০৬.৬০

৮২.৪০

৭১.৩০

৪৯

 

১১৫.৯০

৮৭.৬০

৭৫.০০

৫০

 

১২৬.৮০

৯৩.৪০

৭৯.০০

 

  • এখানে ‘বয়স বীমাগ্রাহকদের নিকটতম জন্মদিনে একরূপকৃত বয়স ধরা হয়েছে।