Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২৪

সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ) (টেবিল-৬৩)

ভূমিকা:

জীবন বীমা কর্পোরেশন দেশের জনগণের প্রতি সামাজিক দায়িত্বের অংশ হিসাবে নিম্নবৃত্ত হতে মধ্যবিত্ত সবাই যেন বীমা সুবিধা পেতে পারে এবং ভবিষ্যতের জন্য আকর্ষনীয় সঞ্চয় করতে পারে। এছাড়াও বীমাগ্রহীতার অকাল-মৃত্যুতে পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাদের জন্যই সামাজিক নিরাপত্তা স্কিম চালু করা হয়েছে।

 

যাদের জন্য উপযোগী:

এই বীমা পরিকল্পনাটি স্বল্প-আয়ের মানুষ-কৃষক, শ্রমিক, সমবায়ী, পশুপালক, কামার-কুমার, গার্মেন্টস-শ্রমিক, রিক্সাওয়ালাসহ সকল শ্রেণীর বীমাগ্রাহক বিশেষ করে দেশের মহিলাদের-কে জীবন বীমার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে তার নিজের ও পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশিচত করতে চায় তাদের জন্য জীবন বীমা কর্পোরেশন “সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ)” বিশেষভাবে উপযোগী।

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • সর্বনিম্ন প্রবেশকালীন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর।
  • বীমার মেয়াদ: ১০ বছর  হতে ১৫ বছর।
  • মেয়াদপূর্তিকালীন বয়স ৬০ বছরের বেশী হবে না।
  • সর্বনিম্ন মাসিক প্রিমিয়াম প্রিমিয়াম ১০০/- টাকা, সর্বোচ্চ মাসিক
  • প্রিমিয়ামের  ৫,০০০/- (পাঁচ হাজার পাঁচশত টাকা)। তবে সর্বোচ্চ ১২  মাসের প্রিমিয়াম অগ্রিম প্রদান করতে পারবে।
  • মেয়াদ শেষে বীমাকৃত অর্থ অর্জিত বোনাসসহ প্রদান করা হবে।
  • মেয়াদের পূর্বে বীমাগ্রাহকের মৃত্যুতে বীমাকৃত অর্থ অর্জিত বোনাসসহ মনোনীতককে প্রদান করা হবে।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।
  • এ পরিকল্পনায় ২ (দুই) বছর প্রিমিয়াম প্রদানের পর সমর্পণ ও ঋণ গ্রহণ করা যাবে।
  • কোন ডাক্তারী পরীক্ষার রিপোর্ট এই বীমায় প্রদান করতে হবে না।
  • ঝুঁকি প্রিমিয়াম না থাকায় এ বীমায় প্রিমিয়াম অত্যন্ত কম।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।