Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২৪

প্রগতিশীল মেয়াদী বীমা (লাভসহ) (টেবিল-০৪)

ভূমিকা:

এই পরিকল্পনার মাধ্যমে অপেক্ষাকৃত কম প্রিমিয়ামে বড় অঙ্কের বীমা গ্রহণের সুযোগ পাওয়া যায়। কর্মজীবনের প্রারম্ভে যুবক-যুবতীগণ এই বীমাকেই পছন্দ করেন। সাধারণত: বীমার প্রথম পাঁচ বছর কম হারে প্রিমিয়াম দিতে হয় বিধায় কর্মজীবনের যখন আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় তখন অপেক্ষাকৃত বর্ধিতহারে প্রিমিয়াম দিতে হয়।

 

যাদের জন্য উপযোগী:

সদ্য কর্মজীবনে প্রবেশ করা বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণ, প্রবাসীগণ অথবা অন্যান্য পেশাজীবি। যারা দীর্ঘ মেয়াদী সঞ্চয় ও বিনিয়োগে আগ্রহী তাদের জন্যই প্রগতিশীল মেয়াদী বীমা।

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • প্রবেশকালীন বয়স: সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর । 
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি: ষান্মাসিক ও বার্ষিক।
  • বীমার মেয়াদান্তে বোনাসসহ বীমাকৃত টাকা প্রদান।
  • সাধারণভাবে বীমাগ্রাহকের ৭০ বছর বয়স পর্যন্ত প্রিমিয়াম প্রদান করতে হবে।
  • বীমাগ্রাহক বীমা গ্রহণের পাঁচ বছর পরে, পরবর্তী কালে বর্ধিতহারে প্রিমিয়াম প্রদান সাপেক্ষে বীমার মেয়াদ কমিয়ে নিতে পারবেন।
  • রূপান্তর করার সময় বীমার বাকী মেয়াদ কমপক্ষে ১০ বছরের হতে হবে।
  • মেয়াদ পরিবর্তন করার এই বিশেষ সুবিধা বীমাগ্রাহক গ্রহণ না করলে, বীমা গ্রাহকের ৭০ বছর বয়সে বীমাটি মেয়াদপূর্তি লাভ করবে।
  • পাঁচ বছরের আগে বা তার পরে রূপান্তর করা যাবে। সেক্ষেত্রে পরিবর্তিত প্রিমিয়ামের হার কর্পোরেশনের অফিস থেকে অনুরোধ-ক্রমে পাওয়া যাবে।
  • রূপান্তর করার সময় ডাক্তারী পরীক্ষার প্রয়োজন নেই। 
  • মেয়াদপূর্তির পূর্বে বীমাগ্রাহকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে অর্জিত বোনাসসহ বীমাকৃত টাকা প্রদান করা হয়।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।
  • এই বীমার সাথে কোন অতিরিক্ত বীমা সুবিধা গ্রহণ করা যাবে না।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।