ভূমিকা:
এই পরিকল্পনার মাধ্যমে অপেক্ষাকৃত কম প্রিমিয়ামে বড় অঙ্কের বীমা গ্রহণের সুযোগ পাওয়া যায়। কর্মজীবনের প্রারম্ভে যুবক-যুবতীগণ এই বীমাকেই পছন্দ করেন। সাধারণত: বীমার প্রথম পাঁচ বছর কম হারে প্রিমিয়াম দিতে হয় বিধায় কর্মজীবনের যখন আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় তখন অপেক্ষাকৃত বর্ধিতহারে প্রিমিয়াম দিতে হয়।
যাদের জন্য উপযোগী:
সদ্য কর্মজীবনে প্রবেশ করা বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণ, প্রবাসীগণ অথবা অন্যান্য পেশাজীবি। যারা দীর্ঘ মেয়াদী সঞ্চয় ও বিনিয়োগে আগ্রহী তাদের জন্যই প্রগতিশীল মেয়াদী বীমা।
বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী: