Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০২৪

জেবিসি মাসিক সঞ্চয়ী স্কীম (লাভসহ) (টেবিল-৬১)

ভূমিকা:

দেশের সকল পেশাজীবী স্বল্প-আয়ের জনগোষ্ঠীরা যাতে বীমা সুবিধা গ্রহণ করতে পারে তাদের জন্য জীবন বীমা কর্পোরেশন ‘জেবিসি মাসিক সঞ্চয়ী স্কীম (লাভসহ) (টেবিল নং-৬১’ প্রবর্তন করেছে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় মাসিক ভিত্তিতে আপামর জনগণ মাসিক কিস্তিতে স্বল্প প্রিমিয়াম প্রদানের মাধ্যমে এই বীমার সুবিধা গ্রহণ করতে পারবে। অপরদিকে তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তাদের পরিবার আর্থিক নিরাপত্তা পাবে। সাথে সাথে মেয়াদপূর্তীতে লাভসহ টাকা পেয়ে ভবিষ্যতে আর্থিক চাহিদা মিটাতে সক্ষম হবেন।

 

যাদের জন্য উপযোগী:

এই বীমা পরিকল্পটি স্বল্প-আয়ের মানুষ-কৃষক, শ্রমিক, সমবায়ী, পশুপালক, কামার-কুমার, গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা ও অন্যান্য পেশাজীবী যারা, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে তার নিজের ও পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশিচত করতে চায় তাদের জন্য বিশেষভাবে উপযোগী।

 

বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী:

  • সর্বনিম্ন প্রবেশকালীন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৮বছর।
  • বীমার মেয়াদ: ১২ বছর থেকে ১৬ বছর।
  • মেয়াদপূর্তিকালীন বয়স ৬০ বছরের বেশী হবে না।
  • সর্বনিম্ন মাসিক প্রিমিয়াম প্রিমিয়াম ১০০/- টাকা, সর্বোচ্চ মাসিক
  • প্রিমিয়ামের  ১,৫০০/-(এক হাজার পাঁচশত টাকা)।
  • মাসিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবে।
  • ১২ মাসের প্রিমিয়াম অগ্রিম প্রদান করতে পারবে।
  • মেয়াদ শেষে বীমাকৃত অর্থ (লাভসহ) প্রদান।
  • মেয়াদের পূর্বে বীমাগ্রাহকের মৃত্যুতে বীমাকৃত অর্থ অর্জিত বোনাসসহ মনোনীতককে প্রদান করা হবে।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।
  • এ পরিকল্পনায় ২ (দুই) বছর প্রিমিয়াম প্রদানের পর সমর্পণ ও ঋণ গ্রহণ করা যাবে।
  • বীমা অঙ্ক ও প্রিমিয়াম প্রদান পদ্ধতির জন্য রেয়াত প্রযোজ্য নয়।
  • কোন ডাক্তারী পরীক্ষার রিপোর্ট এই বীমায় প্রদান করতে হবে না।
  • এই বীমার সঙ্গে অতিরিক্ত সুবিধার বীমা (Suplementary    Benefit) গ্রহণ করা যাবে।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।