ভূমিকা:
বাংলাদেশের জনসংখ্যার প্রাপ্ত তথ্য থেকে দেখা যায়, বাংলাদেশে দ্রুত গতিতে বয়স্ক লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ বয়স্ক লোকের অবসর জীবন নিরুদ্বেগ,স্বচ্ছল ও শান্তিময় করার জন্য জীবন বীমা কর্পোরেশন নতুন এ স্কিম “মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা” চালু করেছে।
যাদের জন্য উপযোগী:
বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণ, প্রবাসীগণ অথবা অন্যান্য পেশাজীবি। যারা পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত এবং মেয়াদোত্তরের পর পেনশন গ্রহণ করতে আগ্রহী তাদের জন্য এই পরিকল্পটি।
বৈশিস্ট্যাবলী: