Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২৪

মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা পলিসি (তালিকা নং-৬০)

 

ভূমিকা:

বাংলাদেশের  জনসংখ্যার প্রাপ্ত তথ্য থেকে দেখা যায়, বাংলাদেশে দ্রুত গতিতে বয়স্ক লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ বয়স্ক লোকের অবসর জীবন নিরুদ্বেগ,স্বচ্ছল ও শান্তিময় করার জন্য  জীবন বীমা কর্পোরেশন নতুন এ স্কিম “মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা”  চালু করেছে।

 

যাদের জন্য উপযোগী:

বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণ, প্রবাসীগণ অথবা অন্যান্য পেশাজীবি। যারা পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত এবং মেয়াদোত্তরের পর পেনশন গ্রহণ করতে আগ্রহী তাদের জন্য এই পরিকল্পটি।

 

বৈশিস্ট্যাবলী:

  • প্রবেশকালীন বয়স: সর্বনিম্ন ২০ বছর ও র্সবোচ্চ  ৬০ বছর।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি: ষান্মাসিক ও বার্ষিক।
  • বীমার মেয়াদ: সর্বনিম্ন ৫ (পাঁচ) বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর।
  • বীমা অংক: সর্বনিম্ন ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার টাকা) এবং সর্বোচ্চ বীমা অংক  বীমাগ্রাহকের সামর্থ্য অনুযায়ী।
  • বীমাগ্রাহক ইচ্ছানুযায়ী ১০, ১৫ অথবা ২০ বছর মেয়াদ পর্যন্ত গ্যারান্টিযুক্ত পেনশন নিতে পারেন।
  • পেনশন প্রদান শুরুর নির্ধারিত তারিখের পূর্বে বীমাগ্রাহকের মৃত্যু হলে  নমিনি পূর্ণ বীমা অংক অর্জিত বোনাসসহ প্রাপ্ত হবেন।
  • পেনশন  প্রদান শুরুর পর বীমাগ্রাহকের মৃত্যু হলে নমিনি অবশিষ্ট মেয়াদের  জন্য পেনশন প্রাপ্ত হবেন। 
  • পেনশন প্রাপ্তি শুরুর বয়স ৫৫ থেকে ৬৫ বছর।
  • বীমার মেয়াদে শর্তানুযায়ী বীমাগ্রাহক পরিশোধিত মূল্য, সমর্পণ ও ঋণ গ্রহণ করার সুবিধা প্রাপ্য হবেন।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যাবে।
  • বীমা অংক এবং দেয় পদ্ধতির উপর এ বীমায় কোন রিবেট প্রযোজ্য নয়।
  • এই বীমায় অপশন “সি” প্রযোজ্য হবে।
  • এই বীমার সঙ্গে অতিরিক্ত সুবিধার বীমা (Supplementary  benefit)  গ্রহণ করা যাবে।
  • মরণোত্তর দাবীর টাকা সম্পূর্ণ আয়করমুক্ত।
2024-09-08-07-10-edf311b65c8f24e9f357d6bc760b586c.pdf