ভূমিকা:
এই বীমা পরিকল্পনাটি স্বল্প আয়ের মানুষ-কৃষক, শ্রমিক, সমবায়ী, পশুপালক, কামার-কুমার,গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালাসহ সকল শ্রেণীর বীমাগ্রাহক বিশেষ করে দেশের মহিলাদের-কে জীবন বীমার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য জীবন বীমা কর্পোরেশন ‘জেবিসি প্রত্যাশিত মাসিক সঞ্চয়ী স্কীম (লাভসহ) (টেবিল নং-৬২)’ প্রবর্তন করেছে। এই স্কিমের অন্যতম সুবিধা হলো বীমার মেয়াদ অর্ধেক পার হওয়ার পর বীমা অঙ্কের ৩০% কিস্তিতে প্রদান করা হবে; ফলে ভবিষ্যতে আর্থিক প্রয়োজন, মেয়াদপূর্তীর পূর্বেই মিটাতে সক্ষম হবে। এই স্কীম চালুর ফলে দেশের আপামর জনগণ মাসিক কিস্তিতে স্বল্প প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বীমার সুবিধা গ্রহণ করতে পারবে।
যাদের জন্য উপযোগী:
এই বীমা পরিকল্পটি স্বল্প-আয়ের মানুষ-কৃষক, শ্রমিক, সমবায়ী, পশুপালক, কামার-কুমার, গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা ও অন্যান্য পেশাজীবী যারা, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে তার নিজের ও পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশিচত করতে পারে। তাদের জন্য এই বীমাটি বিশেষভাবে উপযোগী।
বৈশিষ্ট্যাবলী/সুবিধাবলী: