ভূমিকা:
দেশের আপামর জনগণের নিকট থেকে ন্যূনতম প্রিমিয়াম গ্রহণের মাধ্যমে সর্বাধিক নিরাপত্তার ব্যবস্থা করার লক্ষ্যেই এ বীমা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। স্বল্প প্রিমিয়ামের বিনিময়ে সর্বোচ্চ বীমা ঝুঁকি গ্রহণ করে বীমাগ্রাহক ও তাদের উত্তরাধিকারীগণ/পরিবার-পরিজনকে সর্বাধিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এ বীমা পরিকল্পনার মূল উদ্দেশ্য।
যাদের জন্য উপযোগী:
শুধুমাত্র Standard Life সম্পন্ন পুরুষ ও মহিলা এ বীমা স্কিম গ্রহণ করতে পারবেন। Standard Life বলতে যারা বিপদসংকুল পেশায় নিয়োজিত নয় এবং সুস্বাস্থ্যের অধিকারী। সাধারণত সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত/ব্যাংক, সংঘবিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশনসমূহের অফিসার/কর্মচারী, ব্যবসায়ী, বাণিজ্যিক পর্যটক, কারখানার মালিক (ঝুঁকিবিহীন কার্যাদির তত্ত্ববধায়ক), স্থপতিগণ Standard Life এর অন্তর্ভূক্ত। কোন Sub- standard ঝুঁকি সম্পন্ন পেশার লোক এ বীমা স্কিমের আওতা বহির্ভূত থাকবে।
বৈশিষ্ট্যাবলি/সুবিধাবলি: