Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জানুয়ারি ২০২৪

ট্রিপল প্রটেকশন বীমা (লাভসহ) (টেবিল-১৯)

ভূমিকা:

দেশের আপামর জনগণের নিকট থেকে ন্যূনতম প্রিমিয়াম গ্রহণের মাধ্যমে সর্বাধিক নিরাপত্তার ব্যবস্থা করার লক্ষ্যেই এ বীমা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। স্বল্প প্রিমিয়ামের বিনিময়ে সর্বোচ্চ বীমা ঝুঁকি গ্রহণ করে বীমাগ্রাহক ও তাদের উত্তরাধিকারীগণ/পরিবার-পরিজনকে সর্বাধিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এ বীমা পরিকল্পনার মূল উদ্দেশ্য।

 

যাদের জন্য উপযোগী:

শুধুমাত্র Standard Life সম্পন্ন পুরুষ ও মহিলা এ বীমা স্কিম গ্রহণ করতে পারবেন। Standard Life বলতে যারা বিপদসংকুল পেশায় নিয়োজিত নয় এবং সুস্বাস্থ্যের অধিকারী। সাধারণত সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত/ব্যাংক, সংঘবিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশনসমূহের অফিসার/কর্মচারী, ব্যবসায়ী, বাণিজ্যিক পর্যটক, কারখানার মালিক (ঝুঁকিবিহীন কার্যাদির তত্ত্ববধায়ক), স্থপতিগণ Standard Life এর অন্তর্ভূক্ত। কোন Sub- standard ঝুঁকি সম্পন্ন পেশার লোক এ বীমা স্কিমের আওতা বহির্ভূত থাকবে।

বৈশিষ্ট্যাবলি/সুবিধাবলি:

  • প্রবেশকালীন বয়স: সবনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৪৮ বছর।
  • সর্বনিম্ন বীমা অংক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা  এবং সর্বোচ্চ বীমা অঙ্ক ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা।
  • মেয়াদ: ১২-২০ বছর।
  • মেয়াদপূর্তীকালীন সর্বোচ্চ বয়স ৬০ বছর।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি:  ষান্মাসিক ও বার্ষিক।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।
  • পলিসির মেয়াদের মধ্যে দূর্ঘটনাজনিত কারণে বীমাগ্রাহকের মৃত্যুতে বীমা অঙ্কের তিন গুণ টাকা মৃত্যু দাবী হিসেবে প্রদেয়।
  • পলিসির মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের স্বাভাবিক মৃত্যুতে বীমা অঙ্কের দ্বিগুণ টাকা মৃত্যু দাবী হিসেবে প্রদেয়।
  • পলিসির মেয়াদপূর্তিতে আকর্ষণীয় বোনাসসহ মূল বীমা অঙ্ক প্রদেয়।
  • বীমাগ্রাহক যদি কোন দুর্ঘটনায় সম্পূর্ণ অক্ষম হন (Permanent Disabled) তাহলে তাৎক্ষণিকভাবে বীমা অঙ্কের সমপরিমাণ টাকা প্রদেয় এবং বীমা স্কিমের অবশিষ্ট মেয়াদের প্রিমিয়াম মওকুফ হয়ে যাবে। মেয়াদান্তে বোনাসসহ বীমা অঙ্ক প্রদেয়। 
  • বীমাগ্রাহক যদি কোন দুর্ঘটনায় আংশিক পঙ্গু (Partital Disabled) হন তাৎক্ষণিকভাবে বীমা অঙ্কের অর্ধেক প্রদান করা হবে কিন্তু বীমাগ্রাহককে অবশিষ্ট মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম চালিয়ে যেতে হবে এবং মেয়াদান্তে বোনাসসহ বীমা অঙ্ক প্রদেয়।  
  • বীমা স্কিমটি ২ (দুই) বছর সচল থাকার পর বীমাগ্রাহককে ঋণ ও সমর্পণ মূল্য প্রদান করা যাবে।
  • এই বীমার সাথে কোন অতিরিক্ত বীমা সুবিধা গ্রহণ করা যাবে না।
  • বীমার অঙ্ক ও প্রিমিয়াম প্রদান পদ্ধতির জন্য কোন রেয়াত (রিবেট) নাই।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।