Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জানুয়ারি ২০২৪

ওভারসিস এসুরেন্স বীমা (লাভসহ) (তালিকা নং-২০)

ভূমিকা:

এ পরিকল্পনায় বীমাগ্রহীতার অকাল মৃত্যুতে কিংবা নির্দিষ্ট মেয়াদ শেষে কাঙ্খিত অর্থ প্রাপ্তি নিশিচয়তা প্রদান করে। নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদ শেষে বা তার আগে মৃত্যু হলে মৃত্যুর পরেই অর্জিত লাভসহ বীমা অংক অর্থাৎ বীমার টাকা দেয়া হয়। এ অর্থ পারিবারিক বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবে, যা জীবনে স্বাচ্ছন্দ্য আনতে সহায়তা করবে।

 

যাদের জন্য উপযোগী:

এই পলিসিটি ০৫ বছর প্রিমিয়াম জমা দেওয়ার পর বাকী মেয়াদে আর প্রিমিয়াম জমা দিতে হয় না বিধায় যে সমস্ত ব্যক্তিবর্গ বিশেষ করে ব্যবসায়ী ও প্রবাসে অবস্থানকারী যাদের কর্ম জীবনের প্রথম দিকে আয় ভাল থাকে কিন্তু ভবিষ্যতে আয় কমে যাওয়া/ ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য এই পলিসিটি বিশেষভাবে উপযোগী।

        

বৈশিষ্ট্য:

  • প্রবেশকালীন বয়স সর্বনিম্ন ২০ বছর ও সর্বোচ্চ ৫৫ বছর ।
  • মেয়াদ: ১০, ১৫ ও ২০ বছর।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি: বার্ষিক।
  • সর্বনিম্ন বীমা অঙ্ক ৩০,০০০/- টাকা এবং সর্বোচ্চ বীমা অংক বীমাগ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী।
  • এ পরিকল্পনায় মেয়াদ পূর্তিকালীন বয়স সর্বোচ্চ ৭০ বছর।
  • বীমার মেয়াদের শুধুমাত্র প্রথম পাঁচ বছর বার্ষিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করতে হয়।
  • তিন বছর সময় অতিক্রান্ত হওয়ার পর একটি মাত্র প্রিমিয়াম জমা থাকার পরও পেইড-আপ বীমা সুবিধা ও সমর্পণ মূল্য প্রদান করা হয়।  
  • বীমাগ্রাহকের আর্থিক প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ প্রদান করা হয়।
  • এ পরিকল্পনায় বীমা অংকের পরিমাণ কমপক্ষে ৩০ হাজার টাকা হতে হবে।
  • এই পরিকল্পনার সাথে সহযোগী বীমা হিসেবে গ্রহণ করা যায়।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।
  • বড় বীমা অংকের জন্য প্রিমিয়াম হারের উপর কোন রেয়াত নেই।
  • এ বীমা বিদেশে অবস্থানকারীরা বৈদেশিক মুদ্রায় প্রিমিয়াম প্রদান করবেন এবং মেয়াদপূর্তীতে বা অকাল মৃত্যুতে দেশীয় মুদ্রায় দাবীর টাকা পাবেন।
  • মরণোত্তর দবীর টাকা আয়করমুক্ত।