ভূমিকা:
এ পরিকল্পনায় বীমাগ্রহীতার অকাল মৃত্যুতে কিংবা নির্দিষ্ট মেয়াদ শেষে কাঙ্খিত অর্থ প্রাপ্তি নিশিচয়তা প্রদান করে। নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদ শেষে বা তার আগে মৃত্যু হলে মৃত্যুর পরেই অর্জিত লাভসহ বীমা অংক অর্থাৎ বীমার টাকা দেয়া হয়। এ অর্থ পারিবারিক বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবে, যা জীবনে স্বাচ্ছন্দ্য আনতে সহায়তা করবে।
যাদের জন্য উপযোগী:
এই পলিসিটি ০৫ বছর প্রিমিয়াম জমা দেওয়ার পর বাকী মেয়াদে আর প্রিমিয়াম জমা দিতে হয় না বিধায় যে সমস্ত ব্যক্তিবর্গ বিশেষ করে ব্যবসায়ী ও প্রবাসে অবস্থানকারী যাদের কর্ম জীবনের প্রথম দিকে আয় ভাল থাকে কিন্তু ভবিষ্যতে আয় কমে যাওয়া/ ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য এই পলিসিটি বিশেষভাবে উপযোগী।
বৈশিষ্ট্য: