ভূমিকা
মহান আল্লাহ্ তায়ালা তাঁর সৃষ্টি রক্ষার্থে জোড়ায় জোড়ায় অন্যান্য প্রাণী ও মানব-মানবী সৃষ্টি করেছেন এবং সক্ষম নারী-পুরুষদের মধ্যে বিবাহকে ফরজ ঘোষণা করেছেন। বিয়ের সময় স্ত্রীকে দেনমোহর প্রদান করতে হবে; এটা স্বামী কর্তৃক প্রদেয় স্ত্রীর জন্য ইসলাম কর্তৃক নির্ধারিত অধিকার বিশেষ। বিয়েতে দেনমোহর প্রদান প্রসঙ্গে পবিত্র কোরআন মজিদে 'সূরা নিসা’র ৪ নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, “আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে।”। বিবাহ সম্পাদনের জন্য হাদিস শরীফে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে নারীর প্রাপ্য মোহরানা স্বামী কর্তৃক অবশ্যই পরিশোধযোগ্য ঘোষণা করা হয়েছে। এ মোহরানা পরিশোধ না করা হলে রোজ হাশরের দিনে এজন্য জবাবদিহি করতে হবে।
এ পরিকল্পের অধীনে স্ত্রীকে স্বামী কর্তৃক দেয় দেনমোহর প্রদানের নিশ্চয়তা রয়েছে। এ পরিকল্পের অধীনে দেনমোহর এর সম পরিমাণ অংকের বীমা করা হয়। তবে ইচ্ছা করলে এর চেয়ে বেশী অংকের বীমাও করা যাবে।
যাদের জন্য প্রযোজ্য
ধর্মপ্রাণ অবিবাহিত পুরুষ অথবা ইতোমধ্যে যারা বিবাহ সম্পন্ন করেছেন কিন্তু দেনমোহর পরিশোধ করেননি তাদের জন্য জীবন বীমা কর্পোরেশন চালু করেছেন দেনমোহর বীমা। এ বীমার মাধ্যমে তারা বিবাহের মোহরানা পরিশোধের উদ্দেশ্যে সঞ্চয় করতে পারবে। এ বীমায় নমিনী হিসেবে অবশ্যই স্ত্রী হতে হবে। তবে যারা বিবাহ সম্পন্ন করেন নাই তারা বিবাহের পর নমিনীর নাম দিতে পারবে।
বৈশিষ্ট্যাবলী ও সুবিধাবলী