Wellcome to National Portal
জীবন বীমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জানুয়ারি ২০২৪

দেনমোহর বীমা (লাভসহ) (টেবিল-৭২)

ভূমিকা

মহান আল্লাহ্ তায়ালা তাঁর সৃষ্টি রক্ষার্থে জোড়ায় জোড়ায় অন্যান্য প্রাণী ও মানব-মানবী সৃষ্টি করেছেন  এবং সক্ষম নারী-পুরুষদের মধ্যে বিবাহকে ফরজ ঘোষণা করেছেন। বিয়ের সময় স্ত্রীকে দেনমোহর প্রদান করতে হবে; এটা স্বামী কর্তৃক প্রদেয় স্ত্রীর জন্য ইসলাম কর্তৃক নির্ধারিত অধিকার বিশেষ। বিয়েতে দেনমোহর প্রদান প্রসঙ্গে পবিত্র কোরআন মজিদে 'সূরা নিসা’র ৪ নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে।” বিবাহ  সম্পাদনের  জন্য  হাদিস শরীফে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে নারীর প্রাপ্য মোহরানা স্বামী কর্তৃক অবশ্যই পরিশোধযোগ্য ঘোষণা করা হয়েছে। এ মোহরানা পরিশোধ না করা হলে রোজ হাশরের দিনে এজন্য জবাবদিহি করতে হবে।

এ পরিকল্পের অধীনে স্ত্রীকে স্বামী কর্তৃক দেয় দেনমোহর প্রদানের নিশ্চয়তা রয়েছে। এ পরিকল্পের অধীনে দেনমোহর এর সম পরিমাণ অংকের বীমা করা হয়। তবে ইচ্ছা করলে এর চেয়ে বেশী অংকের বীমাও করা যাবে।

 

যাদের জন্য প্রযোজ্য

ধর্মপ্রাণ অবিবাহিত পুরুষ অথবা ইতোমধ্যে যারা বিবাহ সম্পন্ন করেছেন কিন্তু দেনমোহর পরিশোধ করেননি তাদের জন্য জীবন বীমা কর্পোরেশন চালু করেছেন দেনমোহর বীমা। এ বীমার মাধ্যমে তারা বিবাহের মোহরানা পরিশোধের উদ্দেশ্যে সঞ্চয় করতে পারবে। এ বীমায় নমিনী হিসেবে অবশ্যই স্ত্রী হতে হবে। তবে যারা বিবাহ সম্পন্ন করেন নাই তারা বিবাহের পর নমিনীর নাম দিতে পারবে।

 

বৈশিষ্ট্যাবলী ও সুবিধাবলী

  • ​সর্বনিম্ন বীমা অঙ্ক ২,০০,০০০.০০ (দুই লক্ষ) টাকা এবং সর্বোচ্চ বীমা অঙ্ক আর্থিক সামর্থ্য অনুযায়ী।  
  • বীমা গ্রহণকালীন বয়স সর্বনিম্ন ২০ বছর ও সর্বোচ্চ ৫৫ বছর। মেয়াদপূর্তীকালীন সর্বোচ্চ বয়স ৭০ বছর।
  • প্রিমিয়াম পরিশোধ পদ্ধতি: ষান্মাসিক ও বার্ষিক।
  • মেয়াদ: ৫, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫,২০ বছর মেয়াদী পলিসি গ্রহণ করতে পারবেন।
  • মূল পলিসির সাথে সহযোগী সুবিধা গ্রহণ করতে পারবে।
  • বীমার মেয়াদপূর্তি পর্যন্ত বীমাগ্রাহক বেঁচে থাকলে বীমা অংক অর্জিত বোনাসসহ বীমাগ্রাহক কর্তৃক যথাযথ প্রত্যয়ন সাপেক্ষে স্ত্রীকে মেয়াদোত্তর দাবী পরিশোধের নিশ্চয়তা।
  • বীমার মেয়াদের মধ্যে প্রিমিয়াম দাতা (স্বামী) মৃত্যুবরণ করলে বীমা অংক অর্জিত বোনাসসহ স্ত্রীকে প্রদান করা।
  • বীমার শর্তানুযায়ী বীমাগ্রাহক সমর্পণ ও ঋণ গ্রহণ করার সুবিধা প্রাপ্য হবেন।
  • প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যাবে  এবং বড় অংকের বীমা ও দেয় পদ্ধতির উপর কোন রিবেট নেই।
  • অবলিখনের সিদ্ধান্ত সাপেক্ষে ২ বছরের মধ্যে পলিসির টার্ম পরিবর্তন করতে পারবে।
  • দুই বছর প্রিমিয়াম দেওয়ার পর পলিসিটি পেইড-আপ মূল্য অর্জন করবে।
  • ০৫ (পাঁচ) বছর মেয়াদের ক্ষেত্রে Single Premium পলিসির অনুরূপ হবে।
  • মরণোত্তর দাবীর টাকা আয়করমুক্ত।
  • ডিভোর্স এর ক্ষেত্রে বীমাগ্রাহক তার ডিভোর্সের কাগজপত্রাদি দাখিল সাপেক্ষে নমিনী পরিবর্তন করতে পারবে।